প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
সমাজসেবা অধিদফতরাধীন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির চাঁদপুর জেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্রসহ কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতর এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে বরাদ্দকৃত সর্বমোট ৩৮ লাখ টাকা জেলাধীন ৮টি উপজেলা/চাঁদপুর পৌরসভার অনুকূলে সমহারে বিভাজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।