বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

জেলা পর্যায়ে মুসলেহ উদ্দিন জিলানী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
অনলাইন ডেস্ক

প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে চাঁদপুর সদর উপজেলার বি.এম. মুসলেহ উদ্দিন জিলানী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। চাঁদপুর সরকারি কলেজ থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী মেধাবী ছাত্র জিলানী চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন সময়ে হল সুপার, প্রধান পরীক্ষক ও মাস্টার ট্রেইনার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি গণিত অলিম্পিয়াডে মাস্টার ট্রেইনার হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১০ সালে বিএসবি ফাউন্ডেশন, ঢাকা তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কার প্রদান করে। ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি জিলানী বিজ্ঞানী হিসেবে পরিচিতি পান। চঁাঁদপুর বিজ্ঞান মেলায় বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে বহুবার পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ২ বার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হতে খুদে ও অপেশাদার বিজ্ঞানী হিসেবে স্কলারশীপ পেয়েছেন। ছাত্র ও কর্মজীবনে তিনি সমসাময়িক বিষয়ে অনেক প্রবন্ধ লিখেন এবং লেখালেখির জন্যে তিনি জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেন। চাঁদপুর সদর উপজেলার পৌরসভাস্থ ভূঁইয়া বাড়ি রোডের স্থায়ী বাসিন্দা জিলানী বিভাগ ও জাতীয় পর্যায়ে সাফল্যের ধারা অক্ষুণ্ন রাখতে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়