প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট কলাম লেখক, টেলিভিশন টকশোর জনপ্রিয় আলোচক, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার, আমার চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা, যমুনা ও একুশে টেলিভিশনের চাঁদপুর প্রতিবেদক শাহ্ মোহাম্মদ মাকসুদণ্ডএর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি চাঁদপুর গণি মডেল স্কুল হতে এসএসসি পাস করে চাঁদপুর কলেজ হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চাঁদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শাহ্ বংশে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন সময় আল জাজিরা টেলিভিশন ও ভারতসহ বেশ কিছু সংবাদমাধ্যমের নিমন্ত্রণে বিদেশ সফর করেন। পরিবারের পক্ষ হতে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফজর বাদ কবর জেয়ারত এবং বাদ আসর তাঁর তালতলাস্থ বাসভবনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।
শাহ মাকসুদ স্মৃতি সংসদের সভাপতি জোনায়েদ রায়হান মিয়াজী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।