প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা স’মিল (করাত কল) মালিক সমিতির ২০২২-২০২৪ সালের জন্য আঃ গফুর বেপারী সভাপতি ও মোঃ মাসুদ খান সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি গঠনকল্পে সম্প্রতি চাঁদপুর জেলা স’মিল মালিক সমিতির এক সমন্বয় সভা সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে নতুন কমিটি গঠিত হয়।
সমিতির অন্যরা হলেন : সহ-সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন মাঝি, সহ-সভাপতি মোবারক তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সবুজ রাঢ়ী, কোষাধ্যক্ষ সোহেল খান, প্রচার সম্পাদক মজিদ মিজি, কার্যকরী কমিটির সদস্য : শাহজাহান বেপারী, মোফাজ্জল হোসেন ডিলার, নাছির বেপারী, গিয়াস উদ্দিন খান, মালেক মোল্লা, সোহেল মাঝি, সাইফুল রাঢ়ী, মুনসুর পাটওয়ারী, কালু খান, হারুন খান, কাশিম খান, সোবহান সিকদার, মনির হোসেন, জয়নাল কাজী, মামুন, কামাল, সিরাজ পাটওয়ারী, ফরিদগঞ্জের হুমায়ুন, গৃদকালিন্দিয়ার অলি উল্লাহ, আবুল হোসেন, নেয়ামুল, রফিক, মাসুদ, ভাটিয়ালপুরের নাজিমুদ্দিন, গিয়াস উদ্দিন ও মতলবের মনির। আরো যারা করাত কলের মালিক আছেন তারাও সমিতির কমিটিতে সদস্য পদে অর্ন্তভুক্ত হবেন।