প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধা রফিকুল্লাহ কোম্পানিকে হত্যার প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এক বিবৃতিতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল রফিকউল্লাহ কোম্পানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।