বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মুন্সিগঞ্জে নিহত যুবদল নেতা শাওনের গায়েবানা জানাজা পড়েছে জেলা বিএনপি
স্টাফ রিপোর্টার ॥

মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে নিহত পৌর যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের গায়েবানা জানাজা পড়েছেন চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চিশতিয়া জামে মসজিদের সামনে জেলা বিএনপির উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয়ভাবে ঘোষিত এ কর্মসূচি গায়েবানা জানাজায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলুু, মুনীর চৌধুরী, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মিজানুর রহমান, হাজী মোশারফ হোসাইন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, পৌর বিএনপি নেতা মজিবুর রহমান লিটন, যুবদল নেতা সরোয়ার গাজী, পারভেজ আলম রবিন, শাহজাহান কবির খোকা, মুন্নাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ।

গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম, খুন, হত্যার মধ্য দিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। বিশেষ করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল বিএনপিকে তারা নির্মূল করতে চায়। সরকার বাক্শাল কায়েমের জন্য গুলি চালিয়ে শাওনসহ নেতা-কর্মীদের হত্যা করছে। কিন্তু শাওনের রক্ত বৃথা যাবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা তার রক্তের প্রতিদান নিতে পারব ইনশাল্লাহ্। আসুন আমরা সবাই শাওনের রূহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন এই দোয়া করি। জানাজার নামাজ পড়ান জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়