বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শেষের পথে ফরিদগঞ্জ মডেল মসজিদ নির্মাণ কাজ
প্রবীর চক্রবর্তী ॥

কাজ প্রায় শেষের পথে। সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করে সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষের কাছে দৃষ্টিনন্দন স্থাপনাটি বুঝিয়ে দেয়ার কথা থাকলেও সূক্ষ্ম কাজের কিছু জিনিসপত্র পেতে সময় লাগার কারণে আগামী অক্টোবর মাসের মধ্যেই ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির কাজ সম্পন্ন হবে। পরবর্তীতে এটিসহ সারাদেশে নির্মাণাধীন আরো ক’টি মডেল মসজিদের একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।

ইসলামী মূল্যবোধের প্রসার ও সংস্কৃতি বিকাশে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে ফরিদগঞ্জে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। কেন্দ্রটির তত্ত্বাবধান করবে ইসলামিক ফাউন্ডেশন।

সরেজমিনে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামের ঐতিহ্যবাহী এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবনের শেষ সময়ের কাজ চলছে।

চাঁদপুর গণপূর্ত বিভাগের সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় এ কাজটি ২০২০ সালের জানুয়ারি মাসে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজ এন্ড ব্রাদার্স শুরু করে। প্রায় ৪৩ শতাংশ জায়গার উপর ১২ হাজার ৫শ’ ৪৭ বর্গফুটের জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে এই ভবন। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ ২৫ হাজার ১শ’ ৩৪ টাকা। ভবনটির নিচতলায় আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং, প্রতিবন্ধীদের জন্য সেন্টার ও নামাজের সুব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক বুক স্টোর ও মরদেহ গোসলের ব্যবস্থা থাকছে। দ্বিতীয় তলায় থাকছে প্রধান নামাজ ঘর। এছাড়া সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস কক্ষ এবং উন্মুক্ত জায়গায় ঈদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।

তৃতীয় তলায় থাকছে পর্যটকদের ভ্রমণ সুবিধার কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, ইসলামিক লাইব্রেরি, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার পৃথক ব্যবস্থা, হিফজ ও মক্তবখানা। থাকবে নারী-পুরুষের জন্য আলাদা অজুখানার ব্যবস্থা এবং পৃথক নামাজের কক্ষ। এছাড়াও অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সিঁড়ি এবং শিশুদের জন্য শিক্ষা সুবিধা থাকছে। এই মডেল মসজিদে প্রায় ৯৫ ফুট উঁচু একটি মিনার রয়েছে।

ফরিদগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জাহিদুল হক বলেন, ইসলামী মূল্যবোধের প্রসার ও ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রতিটি মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের একটি আলাদা অফিস থাকবে। আগামী নভেম্বর মাসে মডেল মসজিদ উদ্বোধন হবে আশা করি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, দেশের ৫৬০টি মডেল মসজিদের মধ্যে এটি একটি। ফরিদগঞ্জে এমন একটি সুন্দর মসজিদ উপহার দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো জানান, মডেল মসজিদটি উদ্বোধনের লক্ষ্যে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও সকলের সহযোগিতায় গুণগত মান ও অন্যান্য বিষয় ঠিকঠাক রেখে কাজ করা হচ্ছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। সকল প্রক্রিয়া শেষ হলে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উন্মুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়