বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদে সংবর্ধিত খ্যাতিমান আবৃত্তি শিল্পী শাওলী রায়

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদে সংবর্ধিত খ্যাতিমান আবৃত্তি শিল্পী শাওলী রায়
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশের জন্মকালীন মিত্র ত্রিপুরার আগরতলা হতে আগত খ্যাতিমান আবৃত্তি শিল্পী শাওলী রায়, বরেণ্য সাংবাদিক শ্রী অমিত ভৌমিক ও স্যন্দন টিভি ও পত্রিকার ডিরেক্টর শ্রী অরিন্দম দে-কে সম্মাননা জানিয়েছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখা। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল চারটায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘আবৃত্তির ধ্বনিতে গড়ি শিল্পের মৈত্রী’। সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপ্রধানে অনুষ্ঠিত এ সম্মাননা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সম্মানীয় অধ্যক্ষের পক্ষে উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত এবং শিক্ষক পরিষদের সম্পাদক কামরুল হাছান। এতে অতিথিবৃন্দ ও সংবর্ধিত অতিথিবৃন্দের পাশাপাশি আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, সোহেল আহমদ এবং ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মাহমুদা খানম।

সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে আবৃত্তি পরিবেশন করেন প্রখর পীযূষ বড়ুয়া, ফারজানা কুমকুম, খোদেজা মাহবুব, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক মহসীন শরীফ, শিশু শিল্পী পুনম নন্দী এবং সংবর্ধিত অতিথি শাওলী রায়। সংগীত পরিবেশন করেন পদার্থবিদ্যার সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার ও প্রত্ন পীযূষের নেতৃত্বে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের শিল্পীবৃন্দ। সাংবাদিক অতিথিদ্বয়কে উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি অধ্যাপক আবুল খায়ের সরকার এবং শাওলী রায়কে উত্তরীয় পরিয়ে দেন সভাপতি মুক্তা পীযূষ, নারীনেত্রী মাহমুদা খানম ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর সহধর্মিণী মীরা রায় চৌধুরী। অতিথিদের হাতে বই উপহার তুলে দেন কাজী শাহাদাত, আয়শা আক্তার রূপা, খোদেজা মাহবুব, ফারজানা কুমকুম, নাসরিন আক্তার, তছলিম হোসেন হাওলাদার ও এইচএম জাকির। সংবর্ধিত অতিথি শাওলী রায়কে নিবেদন করে ছড়া পাঠ করে তা উপহার দেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। শ্রী অরিন্দম রায় মনে করেন, তিনি চাঁদপুরকে মনেই করেন না তার ঘরের বাইরে কিছু। আবৃত্তিশিল্পী শাওলী রায় বাংলাদেশের মাটিকে অবনত মস্তকে শ্রদ্ধা জানান এবং সাংবাদিক অমিত ভৌমিক দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনে আপ্লুত হয়ে ওঠেন। অনুষ্ঠান শেষে চাঁদপুর সরকারি কলেজের আপ্যায়নে অতিথিত্রয় মুগ্ধতায় আবিষ্ট হয়ে ওঠেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়