প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ০০:০০
কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় অধ্যক্ষের কক্ষসহ ৪টি কক্ষে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক জানান, বৃহস্পতিবার অফিসের কাজ শেষে তালা দিয়ে বাড়ি চলে যাই। রোববার সকালে আমি ও আমার অফিস সহকারী মোঃ নাজমুল আক্তার অফিস কক্ষের তালা খুলে দেখি অফিস সহকারীর কক্ষের মালামাল ছড়ানো ছিটানো এবং আলমারীর দরজা খোলা। পরে আমার কক্ষে প্রবেশ করে দেখি ওই কক্ষের অবস্থাও একই রকম। তাৎক্ষণিক কচুয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে থানার ওসি (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চোরের দল অধ্যক্ষের কক্ষের উত্তর পাশের একটি জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে অফিসসহ অধ্যক্ষের কক্ষের ৫টি আলমিরার তালা নষ্ট করে। এছাড়া চোরের দল কলেজের শিক্ষক মিলনায়তন ও স্টোর কক্ষের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে শিক্ষকদের কেবিনেট ভেঙ্গে মালামাল উলট-পালট করে এবং স্টোর কক্ষের ২টি আলমিরা খুলে মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে।
এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ বলেন, চোরের দল নগদ অর্থসহ কোনো মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে কিনা ভালোভাবে দেখা ছাড়া এ মুহূর্তে বলা যাচ্ছে না।