মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

পুরাণবাজারে ফুটবল খেলা নিয়ে বিবদমান দুই পক্ষের মারামারির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফুটবল টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান। তিনি শনিবার চাঁদপুর কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন রাস্তায় মারামারির পর থেকে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত।

এদিকে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, শুক্রবারের সহিংস ঘটনায় মামলা হয়নি। মধুসূদন স্কুল মাঠে আপাতত ফুটবল খেলা বন্ধ থাকবে।

২৬ আগস্ট শুক্রবার মধুসূদন স্কুল মাঠের চলমান একটি ফুটবল টুর্নামেন্টের খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুইদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর সুইপার কলোনী সংলগ্ন নতুন রাস্তায় সংঘাতে জড়ায় স্থানীয় দুটি পক্ষ। তারা বৃষ্টির মত ইট-পাটকেল ও কাচের বোতল নিক্ষেপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী এ সংঘাতে ২০ থেকে ২৫ জন আহত হয় এবং বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষ চলাকালে আশপাশে মহল্লার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ প্রথমে এবং পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারামারিতে লিপ্ত দুইপক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়