প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০
দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকাসহ স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ’ শিরোনামে সংবাদ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদে নিয়োগের ক্ষেত্রে আমাকে জড়িয়ে যে টাকা লেনদেনের কথা বলা হয়েছে, তা আদৌ সত্য নয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে সরকারি সকল নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। - মোঃ বিল্লাল হোসেন, সভাপতি, কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর। জিডি ১০০৯/২২।