মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০

গণমাধ্যমকর্মীদের পঞ্চইন্দ্রিয় ঠিক রেখে ঐক্যই হচ্ছে সমাধানের একমাত্র পথ
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিক পেশায় নিয়োজিত। শুরু থেকে এখন পর্যন্ত চাঁদপুর জেলার বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন জাতীয় দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন। শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মোঃ মাসুদ রানা। সংগঠন পরিচালনার পাশাপাশি এখনো সংবাদ সংগ্রহের জন্যে ছুটে যান উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শখ করে এ পেশায় আগমন ঘটলেও এখন নেশায় পরিণত হয়েছে লেখালেখি। দৈনিক চাঁদপুর কণ্ঠের সাংবাদিক নেতৃবৃন্দের ভাবনা শিরোনামের সাক্ষাৎকার পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার উপজেলায় সাংবাদিকতা অতীতের সকল সময়ের চেয়ে কি গতিশীলতা পেয়েছে? গতিশীলতা পেলেও কি মান রক্ষা হচ্ছে?

মোঃ মাসুদ রানা : গতিশীলতা পেয়েছে সত্য, তবে মানরক্ষা এখনো ব্যক্তি পর্যায়ে (সংবাদকর্মীর ওপর নির্ভরশীল)।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : পত্রিকাগুলোর প্রিন্টিং সংস্করণের পাঠক এবং টিভি সংবাদের শ্রোতাণ্ডদর্শক দিনদিন কমছে। কারণ কী? এমনটি রোধের উপায় কী?

মোঃ মাসুদ রানা : আকাশ সংস্কৃতির প্রভাবে, পাঠক-শ্রোতা মুঠোফোনের (অ্যান্ড্রয়েড) কল্যাণে ই-পেপার, আইপিটিভি ও টেলিভিশন সংবাদ সহজে পেয়ে যাচ্ছে সেজন্যে। এক্ষেত্রে রোধের উপায়, কাগুজে পত্রিকাগুলোকে ট্যাবলয়েড আকৃতিতে বৈচিত্র্যময়, রঙিন, সময়োপযোগী ও দৃষ্টিনন্দন করে ছাপাতে হবে। সঙ্গে পত্রিকার ই-ভার্সন পৌঁছে দিতে হবে পাঠকের হাতে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আজকাল গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে। অনেকে ইচ্ছা-অনিচ্ছায় ব্যবহৃতও হচ্ছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্য/বিভাজন থেকে এমনটি হচ্ছে। আপনার অভিমত কী?

মোঃ মাসুদ রানা : গণমাধ্যমকর্মীদের পঞ্চইন্দ্রিয় ঠিক রেখে ঐক্যই হচ্ছে সমাধানের একমাত্র পথ।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : সংবাদ পরিবেশনে তাৎক্ষণিকতাকে গুরুত্ব দিতে গিয়ে অনলাইন সাংবাদিকতার জোয়ার। এতে কেউ কেউ অপসাংবাদিকতার সুযোগ বা আশ্রয় নিচ্ছে। সকল সংবাদের ক্ষেত্রে কি তাৎক্ষণিকতা জরুরি? আপনার মতামত জানতে চাই।

মোঃ মাসুদ রানা : তাৎক্ষণিক সংবাদ বাজারজাতে পাঠক উপকৃত হচ্ছে সত্য। সমস্যা হচ্ছে, প্রকৃত সাংবাদিকের সংবাদটুকু মুহূর্তের মধ্যে হলুদ সাংবাদিকের খোরাকে পরিণত হচ্ছে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্ন সমূহের বাইরেও আপনার কোনো বক্তব্য থাকলে প্রদান করতে পারেন।

মোঃ মাসুদ রানা : কপিরাইট আইনকে আরও জোরালো করা এবং প্রয়োগ করা উচিত। গুগল, ফেসবুকের সাথে চুক্তি করে কেউ কপি করলে তাকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। তাহলে সংবাদের স্বতন্ত্র রক্ষা পাবে, রক্ষা পাবে প্রকৃত সংবাদকর্মীর মেধার শৈল্পিকতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়