মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণপরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনায় ২৪ আগস্ট বুধবার বিকেলে বহরিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিআইপি বেড়িবাঁধ সড়কের উপর থেকে বহরিয়া বাজার প্রদক্ষিণ করে স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে। অনেক নেতা-কর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরু ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদ বেপারীর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।

নেতৃবৃন্দ বলেন, এখন থেকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যখন ডাক আসবে রাজপথ দখল করতে হবে। আমাদের নেতা-কর্মীদের উপর অনেক নির্যাতন চালানো হয়েছে। আমরা তার প্রত্যেকটির জবাব দিবো।

উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ তাফাজ্জল হোসেন, জেলা কৃষকদের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সদস্য বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, সামছুল আলম সূর্য, অলি আহমেদ চৌধুরী, সদস্য আবুল বাশার খান, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ সদর উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিক মল্লিক, মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দাদন খান, সহ-সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক ভূঞা, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরু পাটওয়ারী, সদস্য সচিব নূর মোহাম্মদ বেপারী, বিএনপি নেতা সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ আহমেদ বেপারী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মৎস্যজীবী দলের সভাপতি ওহিদ বেপারী, সাধারণ সম্পাদক কাউছার বেপারী, ছাত্রদল নেতা সাদা সুমন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন পাটওয়ারী, সাধারণ সম্পাদক তানভীর রাসেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়