প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার মিলন উৎসব ও নব নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা গতকাল শুক্রবার সকাল ১১টায় মোহনপুর পর্যটন কেন্দ্রের দি শিপ ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি জোটন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিকাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটাঃ মোঃ মোস্তফা ফুল মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাজুস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি জয়রাম রায়, অজিত সরকার, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার, কার্যকরী সদস্য রনজিত কুরী ও মাসুদ মাল। উপস্থিত ছিলেন বাজুস মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অজিত সরকার, সাধারণ সম্পাদক বিজয় কুমার সাহা, বিএমকে আঞ্চলিক শাখার সভাপতি দিলীপ বণিক ও সাধারণ সম্পাদক গনেশ বণিক।
মতলব উত্তর উপজেলার প্রায় দেড় শতাধিক স্বর্ণ ব্যবসায়ী গতকালের মিলন উৎসবে অংশগ্রহণ করেন। ব্যবসায়ীগণ তাদের বক্তব্যে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জেলার নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। জেলার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ভবিষ্যতে ব্যবসার ক্ষেত্রে যেকোন বৈধ কাজে স্বর্ণ ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। সবশেষে নব নির্বাচিত কার্যকরী পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।