প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
দেশের কমিউনিটি ক্লিনিকগুলো গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য সহকারীরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করছেন। তারা দেশের তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। স্থানীয় জনগণের প্রতিনিধিরা এই স্বাস্থ্যসেবাকেন্দ্র পরিচালনায় অংশ নিচ্ছেন। বর্তমানে দেশে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। স্থানীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে শিশুস্বাস্থ্য উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন কাজ করছে।
পল্লী এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনেক অবদান রাখছে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বড়গাঁও কমিউনিটি ক্লিনিক। ২৫ আগস্ট বৃহস্পতিবার সরেজমিনে ক্লিনিকে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য সহকারী মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী এক এক করে সিরিয়ালে রোগী দেখছেন এবং ওষুধ দিচ্ছেন। জটিল রোগীদের বিভিন্ন রকম পরামর্শ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ প্রদান করছেন।
স্বাস্থ্য সহকারী সবুজ পাটোয়ারী বলেন, এলাকার সমাজসেবক মরহুম হাবিবুল্লাহ মাস্টার ২০১১ সালে এই কমিউনিটি ক্লিনিকের নামে সম্পত্তি দান করেন। সে বছরই কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠা হওয়ার পর ২০১২ সালে তার কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, এই কমিউনিটি ক্লিনিকে তাকে দিয়েই চিকিৎসা সেবা শুরু হয়। তিনি বলেন, এই ক্লিনিকে জ্বর, সর্দি-কাশি, পাতলা পায়খানা এবং গর্ভপাতজনিত নারীদের পিএনসি সেবা, নবজাতক শিশুদের প্রাথমিক চিকিৎসাসহ কিছু চিকিৎসাসেবা প্রদান করা হয়। জটিল রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ক্লিনিকে দৈনিক তিনি ৫০ থেকে ৭০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা বড়গাঁও গ্রামের মানিক (৬৫), আব্দুল লতিফ (৭৭), আইটপাড়া গ্রামের আয়েশা (৩০), মনির (৩৬) ও শোল্লা গ্রামের বাবুল (৪৪) জানান, এই ক্লিনিকটি এখানে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ নিয়ে উপকার পাচ্ছি। আমাদের পল্লী এলাকার অসহায় মানুষদের ব্যাপক উপকার করে যাচ্ছে এই কমিউনিটি ক্লিনিক।
ফরিদগঞ্জ উপজেলা সিএইচসিপির সভাপতি মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী জানান, সেই আগের সময়ের এক বেতনেই তারা অদ্যাবধি চাকরি করে যাচ্ছেন। দেশে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও এখন পর্যন্ত তাদের কারও কোনো বেতন বাড়েনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছি। তিনি তাদের বেতন বৃদ্ধি করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। এছাড়া তিনি আরো বলেন, পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টের স্বাস্থ্য সহকারীদের এ কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে তিন দিন ডিউটি করার কথা থাকলেও তারা ঠিকমতো উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করেন না। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ঠিকমতো তাদের উপস্থিতি কামনা করেছেন।