মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

হাইমচরে বীর মুক্তিযোদ্ধা মুনছুর বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবেদ মুনছুর বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে গার্ড অব অনার দেয়া হয়। হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে হাইমচর থানা পুলিশের একটি চৌকষ দল মরহুমকে এ গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৈয়দ আবেদ মুনছুর বিশ্বাসের বড় ছেলে মোঃ ফরিদুল ইসলাম সৈকত, মুক্তিযোদ্ধা বারেক বকাউল, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল জলিল, নীলকমল উবির শিক্ষক মাওঃ আবু ইউসুফ, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওঃ জুলফিকার হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আবেদ মুনছুর বিশ্বাস গত বুধবার ২৪ আগস্ট রাত্র ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে---রাজেউন)। মৃত্যুকালে তাঁর বাবা, মা, স্ত্রী ও ২ পুত্র, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়