প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০
মতলব দক্ষিণের নারায়ণপুর বাজার এলাকায় ২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সাত বালু ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায়, নারায়ণপুর ইউনিয়নে রাস্তার দুপাশে উন্মুক্ত অবস্থায় বালু রেখে পরিবেশ দূষণ, নির্মাণ সামগ্রী অনাবৃতভাবে পরিবহন এবং বালু দিয়ে খাল ভরাট করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সাতজন বালু ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বালু ব্যবসায়ীদের মধ্যে মুজিবুর রহমানকে ২০ হাজার টাকা, নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা, ফজলুল করিম সেলিমকে ১০ হাজার টাকা, রোকন মিয়াজীকে ৫ হাজার টাকা, শামীম হোসেনকে ৫ হাজার টাকা, কামরুল হাসানকে ৫ হাজার টাকা ও লোকমান হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান, নারায়ণপুর ইউপি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির, সাব ইন্সপেক্টর মোঃ হেলাল উদ্দিনসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, পরিবেশ দূষণ রোধ এবং নদী রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।