বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না
রেদওয়ান আহমেদ জাকির ॥

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আমাদের একটাই দাবি, শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

তিনি আরো বলেন, দেশের মানুষের নিরাপত্তাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমাতে হবে। এ সরকারকে হামলা, মামলা, খুন ও গুম বন্ধ করতে হবে। বৃহত্তর মতলবের নেতা ড. জালাল উদ্দিনের নেতৃত্বে সকল আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃবৃন্দের একত্রে কাজ করতে হবে। তারেক রহমানকে দেশে এনে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলন করতে হবে।

গতকাল ২৫ আগস্ট বেলা ১১টায় মতলব শহরের স্থানীয় সিঙ্গাপুর প্লাজার সামনে বিক্ষোভ মিছিল-পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম উপরোক্ত কথাগুলো বলেন।

গণবিরোধী, কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি, ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আঃ রহিমের হত্যাসহ সকল গুম, হামলা, মামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিলটি মতলব শহরের স্থানীয় সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপ্রধানে এবং মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মুনির চৌধুরী ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ তালুকদার, জসিম উদ্দিন পাটোয়ারী, বিল্লাল খান, শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, মতলব পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম নয়ন, শাহজাহান সাগর, অলি উল্লাহ ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মেহেদী হাসান মহসিন, পৌর যুবদলের আহ্বায়ক মজিব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর সদস্য সচিব কামাল উদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মোঃ জিশান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির মিয়াজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারী প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়