মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

উন্নয়ন প্রক্রিয়ায় সামাজিক নেতৃত্বের শক্তি দেখে অত্যন্ত অভিভূত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর পৌরসভায় জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত ২৪ ও ২৫ আগস্ট চাঁদপুর পৌরসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, যুক্তরাজ্য সরকার ও ইউএনডিপির মাধ্যমে যৌথভাবে বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সে সময় ব্রিটিশ হাইকমিশনারের সাথে ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাসুম পাটোয়ারী, ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন, মেয়র মোঃ জিল্লুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক যোগেশ প্রাধানাং এবং টাউন ম্যানেজার মোঃ আব্দুল হান্নান।

উদ্দিষ্ট জনগোষ্ঠীকে পরিদর্শন ও জলবায়ু-সহনশীল ভৌত অবকাঠামো স্কিমের ভিত্তি-প্রস্তর স্থাপনের পরে বৃটিশ হাই কমিশনার বলেন, আমি চাঁদপুরের একটি চমৎকার প্রকল্প টিমের সাথে পরিচিত হয়ে আনন্দিত।

যদিও শহুরে দরিদ্র জনগোষ্ঠী এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও আমি এই প্রকল্পের সুবিধা ব্যবহার করে উন্নয়ন প্রক্রিয়ায় সামাজিক নেতৃত্বের শক্তি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। আরও ভালো লেগেছে দরিদ্র নাগরিক জনগোষ্ঠীর মধ্যে নারী ও বালিকাদের স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃত্বদানে ক্ষমতায়িত হতে দেখে। স্থানীয় নেতৃত্ব আত্তীকরণের আরও অনেক মহৎ উদাহরণ রয়েছে, যা বাংলাদেশের যে কোনো স্থানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাইরেও অনুকরণীয় হওয়ার সামর্থ্য রাখে। ইউএনডিপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে এই প্রকল্পে অংশীদারিত্বে যুক্তরাজ্যের সরকার গৌরবান্বিত বোধ করে।

ভ্যান নগুয়েন তার মন্তব্যে বলেন, দরিদ্র নাগরিক জনগোষ্ঠী, যাদের আমরা এখানে দেখা পেলাম, তাদের অধিকাংশই ছিল দেশের বিভিন্ন স্থান হতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিতাড়িত এবং দুঃখজনকভাবে দরিদ্র শহুরে এলাকায় বসবাসের কারণে অবিরত জলবায়ু বিপর্যয়ের শিকার হচ্ছে। মৌলিক সেবার ভেতরে অন্তর্ভুক্ত হতে না পারা দরিদ্র শহুরে জনগোষ্ঠীর দিনকে দিন সংখ্যা বৃদ্ধি বাংলাদেশের জন্যে ভাববার বিষয়। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বহুমুখী প্রয়াসে তাদের ঝুঁকি হ্রাসের জন্যে কাজ করতে পেরে সন্তোষ লাভ করছি। সর্বোপরি, বাংলাদেশে টেকসই নগরায়ন প্রচেষ্টা নিশ্চিতকরণে ইউএনডিপি দৃঢ়ভাবে আগ্রহ পোষণ করে। উক্ত প্রকল্পের সাথে অসংখ্য গুরুত্বপূর্ণ মডেল হতে আমরা ভালো জ্ঞান অর্জন করেছি, যা ব্যাপকভাবে সফল এবং মানদণ্ড নিরূপণে অতীব কার্যকর। আমি যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই, এই প্রকল্পের মাধ্যমে আমাদের সাথে তাদের চলমান অংশীদারিত্বকে।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি যৌথভাবে যুক্তরাজ্য সরকার, বাংলাদেশ সরকার ও ইউএনডিপি বাংলাদেশ-এর মাধমে বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশের ১৯ টি শহরে। পৃথিবীতে এটি একটি বড় অংশিদারিত্বমূলক প্রকল্প আরবান সেক্টরে।

পৌরসভায় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ ও মিডিয়া ব্রিফিং

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে প্রকল্পের ফলাফল শেয়ারিং ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এলআইইউপিসি)-এর জাতীয় পরিচালক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ মাসুম পাটোয়ারী, ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েনসহ অন্য সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির আবেদনসহ এর সুফল ও ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।

এ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও চাঁদপুরে জলবায়ু তহবিলসহ অন্যান্য প্রকল্পে কাজ করার আশ্বাস দেন। তিনি ও ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন চাঁদপুরে নৌপথে যাতায়াতে তাদের মুগ্ধতা প্রকাশ এবং চাঁদপুরে নদীকেন্দ্রিক সৌন্দর্যে অভিভূত হবার বিষয়টি উল্লেখ করেন। জাতীয় প্রকল্প পরিচালক মাসুম পাটোয়ারী প্রকল্পটির মেয়াদ বৃদ্ধিতে চাঁদপুরের সন্তান হিসেবে সর্বোচ্চ প্রয়াস চালাবার আশ্বাস দেন। পরে ব্রিটিশ হাইকমিশনার পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে মিডিয়া ব্রিফিং করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়