প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০
ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ড. এ.কে.এম. মাহবুবুর রহমান ও মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান এক যৌথ বিবৃতিতে মাদ্রাসার প্রভাষকগণের শতকরা ৫০ ভাগকে সহকারী অধ্যাপক পদে উন্নীত হওয়ার সুযোগ করে দেয়ায় মাননীয় শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, শিক্ষা সচিব, অতিরিক্ত সচিব, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় ও অধিদপ্তরের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতৃদ্বয় ঈদুল আজহার পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বর্তন কর্মকর্তাগণের সাথে সাক্ষাৎ করে বিষয়টি সুরাহা করার অনুরোধ জানালে তাঁরা অতি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন। নেতৃদ্বয় বলেন, তাঁদের আন্তরিকতায় বিষয়টি সুরাহা হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা সারাদেশে উদীয়মান শিক্ষকগণের দোয়া পাবেন এতে সন্দেহের অবকাশ নেই।