মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০

মতলব শ্রী রায়েরচরে চাঁদপুরের নেতা-কর্মীর গাড়ি বহরে অতর্কিত হামলা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

২৩ আগস্ট মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুর ও হাইমচরের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার শতাধিক নেতা-কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গীপাড়া যান। সেখানে অবস্থান এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও কবর জিয়ারত শেষে চাঁদপুর ফেরার পথে মতলব শ্রী রায়েরচর নামক স্থানে বেড়িবাঁধের উপর অজ্ঞাত দুর্র্বৃত্তরা হামলা করে। জানা যায়, প্রায় ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে রাত আনুমানিক সাড়ে দশটায় অতর্কিতভাবে গাড়ির উপর এ হামলা চালায়। তাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্তসহ ৮নং বাগাদী ইউনিয়নের দুই নেতা আহত হন এবং একজনের চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। হামলায় গুরুতর আহত হন ৮নং বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জুয়েল রানা। আহত জুয়েলকে রাতেই চাঁদপুর রেইনবো হাসপাতালে চোখ অপারেশন করা হয়। এদিকে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে গাড়ির বহরে থাকা চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ সিনিয়র নেতৃবৃন্দ গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন এবং সকল গাড়ি বহর একত্র করে তাৎক্ষণিক এসপিসহ স্থানীয় থানা পুলিশকে অবহিত করেন। কিছুক্ষণের মধ্যে মতলব উত্তর ও দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পরবর্তীতে সকলে নিরাপদে চাঁদপুর এসে পৌঁছান।

এদিকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় বলে হামলার শিকার নেতারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়