মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০

শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা নিতে হবে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা পুলিশ ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে (মার্কস একটিভ স্কুল) জেলা স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর স্টেডিয়ামের হলরুমে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর গণি মডেল হাইস্কুল এবং রানার্সআপ হয় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টে ৩য় স্থান অর্জন করে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।

২৪ আগস্ট বুুধবার বিকেলে দাবা প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অন্য দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। স্কুলভিত্তিক দাবা বাংলাদেশে এই প্রথম। চাঁদপুরের মানুষের মেধা ও বুদ্ধি ভালো। এবারের প্রতিযোগিতায় জেলার বালক ও বালিকা দল অংশ নিয়েছে। বর্তমানে খেলাধুলা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। বিশ্বে খেলাধুলার মাধ্যমে তাড়াতাড়ি নিজেকে পরিচিত করা সম্ভব। শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা নিতে হবে।

পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মিলন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, খেলোয়াড়দের মধ্যে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অসীম দত্ত, মাতৃপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া ইসলাম, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাহাত খান, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কনিস্ক পাল কর্ন ও আল-আমিন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুভাষ চন্দ্র রায়, দাবা উপ-কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী ও অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়