মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০

চুরির অপবাদে কিশোরের কথিত আত্মহত্যার ঘটনায় আটক ২
স্টাফ রিপোর্টার ॥

চুরির অপবাদে কিশোরের আত্মহত্যার ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় কিশোর হাসানকে হাত বেঁধে মারধরের সত্যতা পেয়েছে পুলিশ। হাসানের বাবা মোঃ শরীফ ছৈয়াল ৮ জনসহ অজ্ঞাতনামা আসামী করে চাঁদপুর মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন সজিব খান ও রাব্বানী।

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোডস্থ সামু গাজী বাড়ি এলাকায় এ ঘটনার পর পুরুষশূন্য হয়ে পড়েছে। অজ্ঞাতনামা আসামি করায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।

এদিকে গতকাল বুধবার (২৪ আগস্ট) বিকেলে ৩টায় মডেল থানা পুলিশ পরিবারের কাছে কিশোরের লাশ হস্তান্তর করেছে। পরে বিকেল ৪টায় জানাজা শেষে চাঁদপুর পৌরসভার করবস্থানে দাফন করেছেন বলে শরীফ ছৈয়াল জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহজাহান বলেন, আমরা সজিব ও রাব্বানী নামের ২ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি। অন্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের একটি টিম এ বিষয়ে মাঠে কাজ করছেন। আর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চুরির অপবাদে মোঃ হাসান ছৈয়াল নামে এক কিশোরের মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি উত্তর বিষ্ণুদী সামু গাজী বাড়িতে আত্মহত্যার অভিযোগ উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়