মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ০০:০০

২৪ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে ড্র সম্পন্ন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আর মাত্র ক’দিন পরেই শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২। চাঁদপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেয়া ২৪টি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা।

২২ আগস্ট সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজক ও টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে ড্র অনুষ্ঠিত হয়। ৩টি করে দল নিয়ে একটি গ্রুপ করা হয়েছে। ৮টি গ্রুপে খেলবে ২৪টি দল। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

ড্র অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব, জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকী, ক্রিকেট কোচ নজরুল ইসলাম, সাবেক ক্রিকেটার শেখ মঞ্জুরুল কাদের সোহেল, এসএম রাসেল, আয়োজদের মধ্যে সাদ্দাম, রাফসান জানি, ফজলে রাব্বি, হীরা ঢালীসহ অন্য খেলোয়াড় ও কর্মকর্তাগণ।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমী, এরিস্টান ইউসি স্পোর্টস ক্রিকেট ক্লাব, বাকালিয়া সূর্য তরুণ ক্লাব রায়পুর, চট্টগ্রাম লায়ন্স, সন্দ¦ীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম, কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম, ১০-১২ ক্রিকেটার্স ঢাকা, ব্রাদার্স ক্রিকেট একাডেমী চট্টগ্রাম, গাজীপুর ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমী চাঁদপুর, ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমী, ঢাকা টাইটেন্স, থ্রিকুইন ওয়ারিয়র্স চাঁদপুর, স্লোগ সিক্সার্স টিম চাঁদপুর, শেখ কামাল স্পোর্টস্ একাডেমী চাঁদপুর, শাহরাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর, মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব চাঁদপুর, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চাঁদপুর, উদয়ন ক্লাব চাঁদপুর, ক্রিকেট স্কুল কুমিল্লা, ইলেভেন স্টার ঢাকা, আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন ঢাকা, রায়পুর ক্রিকেট একাডেমী ও ইনটেন্স ক্রিকেট একাডেমী ঢাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়