মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০

গোপাল জিউর আখড়ায় জন্মাষ্টমীর আলোচনা ও পুরস্কার বিতরণ

শ্রীকৃষ্ণের বাণীগুলো মেনে চললে সমাজ ও দেশ দুটোই এগিয়ে যাবে : মেয়র জিল্লুর রহমান জুয়েল

শ্রীকৃষ্ণের বাণীগুলো মেনে চললে সমাজ ও দেশ দুটোই এগিয়ে যাবে : মেয়র জিল্লুর রহমান জুয়েল
বাদল মজুমদার ॥

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর শহরের নতুনবাজার গোপাল জিউর আখড়া মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উপলক্ষ্যে গোপাল জিউর আখড়ার দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার রাতে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

গোপার জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি অভিজিত রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি চিত্তরঞ্জন রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আমরা আপনারা সবাই এ দেশের নাগরিক। আমরা সবাই মিলে একত্রে সকল ধর্মের অনুষ্ঠান পালন করবো। আপনারা শ্রীকৃষ্ণের বাণীগুলো মেনে চলবেন। তাহলে সমাজ ও দেশ দুটিই এগিয়ে যাবে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলো, কিন্তু তার মা অসুস্থ থাকায় আসতে না পারলেও তিনি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার ও অধ্যাপিকা সবিতা বিশ্বাস।

আলোচনা সভা শেষে শিশুদের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়