প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে সারাবিশ্বের মধ্যে একটি উদার নজির। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এমন নজির সূচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িকতার নজির সৃষ্টি করে বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে একটি ধর্ম নিরপেক্ষ দেশের রোল মডেলে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। এখন সব ধর্মের মানুষ শান্তির সঙ্গে সমভাবে ধর্ম পালন করতে পারছে। শেখ হাসিনা মনে করেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ, সেজন্যে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সুন্দর বাংলাদেশে বসবাস করছি। অসাম্প্রদায়িক রাজনীতির শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা।
তিনি ১৯ আগস্ট শুক্রবার রাতে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী।
পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি মিঠু বণিকের সভাপতিত্বে ও জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। আওয়ামী লীগ নেতা অ্যাডঃ দেবাশীষ কর মধু, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহাসহ অন্য নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী অগণিত মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।