প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০০:০০
২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, চাঁদপুর ও হাইমচরের মাটি ও মানুষের প্রিয়নেতা সুজিত রায় নন্দী। ১৯ আগস্ট শুক্রবার বিকেলে আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সুজিত রায় নন্দী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যা ও দলটিকে নেতৃত্ব শূন্য করতে বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে ওই গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী নিহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। আহত হন শতাধিক নেতা-কর্মী এবং নিহত হন হাইমচরের কৃতী সন্তান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল কুদ্দুস পাটওয়ারী।
আঃ কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ন পাটওয়ারী, হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহ আলম পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ খালেক আখন, সাবেক ছাত্র নেতা ফখরুউদ্দিন আলী আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু জমাদার, আওয়ামী লীগ নেতা লিটন সিকদার, নজির গাজী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নোয়াব মোল্লা, হাইমচর কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক আল মামুন, শ্রমিক লীগের নেতা শাহিন জমাদার, মোঃ রিপন জমাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্মণ্ডআহ্বায়ক সিহাব সুমন, যুবলীগ নেতা শরীফ তপাদার, রাজু গাজী, শাহাদাত মিজি, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন লিটনসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সুজিত রায় নন্দী মরহুম আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন।