প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে জান্নাত খাতুন (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামের অলি ডাক্তার বাড়ি থেকে লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ। জান্নাত খাতুন উক্ত বাড়ির সৌদী আরব প্রবাসী ইমাম হোসেন ওরফে মাসুদের স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা গেছে, মাসুদ সৌদী আরবে থাকায় তার স্ত্রী জান্নাত খাতুন তার সাড়ে তিন বছর বয়সী একমাত্র পুত্র সন্তানকে নিয়ে একই ইউনিয়নের সাহাপুর গ্রামে তার পিত্রালয়ে থাকতেন। গত দুদিন পূর্বে তিনি তার স্বামীর বাড়িতে আসেন। এরই মধ্যে ১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে তার স্বামীর দোচালা টিনশেড ঘরের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জান্নাত খাতুনের লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা দায়ের ও ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।