প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০০:০০
জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এক পক্ষকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ অভিযোগে থানায় মামলা দায়েরের পর পুলিশ মামলার প্রধান আসামী রিপনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পর বিবাদী পক্ষ আরো খেপে গিয়ে এখন মামলা তুলে নেয়ার জন্যে বাদী পক্ষকে হুমকি-ধমকি দিচ্ছে। ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর গ্রামে উক্ত ঘটনার পর এখন বাদী পক্ষের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উক্ত গ্রামের হতদরিদ্র মোমিন ও একই বাড়ির রিপন গংয়ের সাথে জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। এ নিয়ে একাধিক সালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এক পর্যায়ে গত ১৩ আগস্ট দুপুরে মোমিন মিঝির বসত ঘরের সামনে প্রতিপক্ষরা দলবলসহ ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা মোমিনের ভাই মোবারক মিঝিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী মোবারক মিঝিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
উক্ত ঘটনার অভিযোগে মোমিন মিঝি বাদী হয়ে রিপনকে প্রধান আসামী করে মোট ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর থানা পুলিশ রিপনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে চাঁদপুরের জেল হাজতে প্রেরণ করেছে।