মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০

পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের দুদিনব্যাপী ধর্মীয় কর্মসূচি ও বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদ্‌যাপনে পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে দুদিনব্যাপী ব্যাপক ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে : ১৯ আগস্ট শুক্রবার বিকেলে হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে পৌরাণিক সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন পূর্বক আলোচনা ও অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ। শোভাযাত্রার উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ সময় পৌর প্যানেল মেয়র, কাউন্সিলর, জেলা পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ সর্বশ্রেণী-পেশার ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি মিঠুন বণিক (মিঠু) ও সাধারণ সম্পাদক প্রণব সাহা (নন্দা)। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত গীতার শ্লোক আবৃত্তি, নারীদের মোমবাতি প্রজ্জ্বলন, শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা, শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান, পূজা ও প্রসাদ বিতরণ করা হবে।

সন্ধ্যাকালীন ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। অতিথিদের মাঝে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছিরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি)সহ আমন্ত্রিত অতিথিবর্গ। পরদিন ২০ আগস্ট শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠিত শিল্পীদের সমন্বয়ে নৃত্য প্রতিযোগিতা ও রেডিও টিভির প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে করা হবে প্রসাদ বিতরণ।

উল্লখ্য, চাঁদপুরে সর্বপ্রথম ১৯৯১ সালে হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে কয়েকজন উদীয়মান তরুণ ছাত্র যুব ঐক্য পরিষদের ব্যানারে জন্মাষ্টমী উৎসবের শুভ সূচনা করেন। পরবর্তীতে পুরাণবাজারের সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র যুব ঐক্য পরিষদের পরিবর্তে পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠানটি শুধু জন্মাষ্টমী বা ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি, আর্থসামাজিক কাজেও রয়েছে সংগঠনটির ব্যাপক কার্যক্রম। গতবছর করোনাকালীন সময় স্বাস্থ্য সেবায় মাস্কসহ স্যানিটেশন সামগ্রী বিতরণ করেছে ব্যাপকভাবে, সামর্থ্য অনুযায়ী দিয়েছে খাদ্য সামগ্রী। অবশ্য তাদের এই মহৎ কর্মে জেলা প্রশাসনসহ পুরাণবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ যুবসমাজের আন্তরিক সহয়োগিতা ছিল সর্বক্ষণ। সংগঠনের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, সভাপতি মিঠুন বণিক (মিঠু), সহ-সভাপতি অমিত সাহা রাজীব, রিপন দে, মানিক মজুমদার, অমিত পাল, শম্ভু কর্মকার, কাজল দে, সাধারণ সম্পাদক প্রণব সাহা (নন্দা), সহ-সাধারণ সম্পাদক রাজন দে রাজু, লিটন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ প্রদীপ মজুমদারসহ কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সাংস্কৃতিক সম্পাদক সমীর দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক হরিকমল, কার্যকরি সদস্য অনন্ত চক্রবর্তী, ডাঃ সহদেব দেবনাথ, বিশ্বনাথ বণিক, কার্তিক সরকার, ডাঃ প্রদীপ দেবনাথ, মহাদেব দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়