প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সদস্য অ্যাডঃ মোঃ কবির হোসেন চৌধুরীর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার দুপুর ১২টায় জিটি রোডস্থ উত্তর বিষ্ণুদীতে কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্যে শোকের দিন। এ দিনটিতে ঘাতকদের বুলেটের আঘাতে জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের। ঘাতকরা বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেটা বাংলার জনগণ দেয়নি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীতে জাতি তাঁকে ভুলেনি। আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে লক্ষ লক্ষ মানুষ কোরআন খতম, তাঁর জীবন নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল ও তবররুক বিতরণ করেছেন।
মিলাদ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। মিলাদণ্ডকিয়াম পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোঃ কেফায়েত উল্লাহ। মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ মাহমুদ আহমেদ মিঠু, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী ও কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহমান তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।