মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে হারিছা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ পৌরসভাধীন চরকুমিরা গ্রামের রাঢ়ী বাড়িতে এ ঘটনা ঘটে। হারিছা বেগম চরকুমিরা গ্রামের মোফাজ্জল হোসেন রাঢ়ীর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

জানা গেছে, মঙ্গলবার সকালে চরকুমিরা গ্রামের রাঢ়ী বাড়ির পুকুরে মরা মাছ ভাসতে দেখে হারিছা বেগম পরিবারের সবার অগোচরে সেই মাছ সংগ্রহের জন্য পুকুরে নামেন। কিন্তু পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় তিনি সেই তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে থাকতে দেখে।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের এমন অব্যবস্থাপনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কদিন যাবৎ পল্লী বিদ্যুতের তার এলোমেলোভাবে পুকুরের পড়ে ছিল। বিষয়টি পল্লী বিদ্যুতের লোকজনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুতের কর্মীরা উক্ত স্থানে তাদের রক্ষণাবেক্ষণের কাজ করছে। বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের পরিচালক প্রকৌশলী কামাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানার এসআই মোঃ সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়