সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০

ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে খাবার হোটেল, মুদি দোকান, ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ জুলাই এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি জানান, এদিন চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে এবং পালবাজার এলাকায় বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় সয়াবিন তেল, পেঁয়াজ ও মসলার বাজার, খাবার হোটেল এবং ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়।

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় পালবাজারের দুটি প্রতিষ্ঠান মেসার্স খান স্টোর এবং মেসার্স হাফেজ স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। হাজী মহসিন রোড এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া করার দায়ে ও খাবারে তেলাপোকা পাওয়ায় হোটেল আল ইমরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় এসবিসিএল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক, নিত্যপণ্যের দাম মনিটরিং করা এবং উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।

বাজার তদারকির এ অভিযান পরিচালনার সহযোগিতায় ছিলেন ক্যাব, চাঁদপুর এবং জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়