প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর-হরিণা ফেরিঘাট-চান্দ্রা সড়কে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই একটি ট্রাক এভাবেই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ৩ জুলাই রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালী মার্কেটের নিকট এ দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি চট্রগ্রাম থেকে মালামাল নিয়ে ফেরিঘাট হয়ে খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। চালক ও হেলপার অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে। ছবিতে দুর্ঘটনা কবলিত ট্রাকটি দেখা যাচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।