সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০

মতলব উত্তরে রথযাত্রায় পদদলিত হয়ে এক তরুণ গুরুতর আহত
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরের চরপাথালিয়ায় ইসকনের রথযাত্রায় পদদলিত হয়ে আহত হলে আশঙ্কাজনক অবস্থায় এক তরুণকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে। ১ জুলাই শুক্রবার রাতে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ওই তরুণকে ঢাকায় রেফার করা হয়।

এই হাসপাতাল সূত্রে জানায়, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা ওই তরুণের নাম তীর্থ (১৬)। সে মতলব উত্তরের ইসলামাবাদ গ্রামের অরুণ রায়ের ছেলে।

এ বিষয়ে জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক সাগর মজুমদার বলেন, তীর্থ নামে ওই তরুণ রথযাত্রায় অংশ নিয়ে পদদলিত হয়ে মারাত্মক আহত হয়। তাকে মতলব থেকে এখানে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় রেফার করতে হয়েছে। কেননা ওই তরুণের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশের মাংস ক্ষয়ে গেছে। সে একাধিকবার বমি করে আরও দুর্বল হয়ে পড়ায় দ্রুত ঢাকায় রেফার করতে বাধ্য হয়েছি।

এদিকে খবর পেয়ে আহত ওই তরুণকে দ্রুত জেনারেল হাসপাতালে দেখতে গিয়েছেন ইসকন চাঁদপুরের সভাপতি জগদানন্দ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, করোনার সময় না থাকায় এবার রথযাত্রায় একটু বেশি সনাতনীদের সমাগম হয়েছে। এতে একজন ভক্ত আহত হওয়ায় তাকে দেখতে গিয়েছি। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়