প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণশক্তি। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে টিকিয়ে রেখেছে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে হবে। ব্যক্তির মৃত্যু হলেও কর্মের মধ্য দিয়ে ত্যাগীরা আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
২ জুলাই শনিবার চাঁদপুর সদর ও হাইমচরে আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ-খবর নেয়ার সময় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তৃণমূল নেতা-কর্মীরা সবসময় নিঃস্বার্থভাবে কাজ করেছে। আর বঙ্গবন্ধুর দেখানো পথেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ বিশে^ প্রশংসিত। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী দিনে স্বাধীনতার পক্ষের শক্তি আবারো ক্ষমতায় আসবে। তাহলে এ দেশের মানুষ ভালো থাকবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি গতকাল সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, হাইমচর উপজেলার দুইবারের চেয়ারম্যান ও হাইমচর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের কবরে শ্রদ্ধা জানান ও পরিবারের খোঁজ খবর নেন।
এ সময় কায়কোবাদ চুন্নু সরকারের বড় ছেলে ব্যারিস্টার হামিদুল মেজবাহ রাসেলসহ হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁদপুর সদর উপজেলার বাগাদী দরবার শরীফের প্রয়াত পীরজাদা শামীম উল্লাহ খানের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের খোঁজ-খবর নেন সুজিত রায় নন্দী।
একই দিনে তিনি চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার কৃষকলীগ নেতা মরহুম শাহজাহান চোকদার, চাঁদপুর শহর আওয়ামী লীগ নেতা বিল্লাল ভূঁইয়ার সহধর্মিণী আফসানা মিমি, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেনের বাবা, হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মরহুম মোঃ অহিদুজ্জামান (মন্টু)সহ সাম্প্রতিক সময়ে প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা জানান এবং তাদের শোকাহত পরিবারের খোঁজ খবর নেন।
দুপুরে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রতন কর শুভর বাবা প্রয়াত নিরঞ্জন করের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।