প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরীকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল ২ জুলাই চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ফাহমিদা হক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী সদ্য পদোন্নতি পাওয়া সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীকে এ শুভেচ্ছা জানান।