প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০
২ লাখ টাকা চাঁদাবাজির মামলায় চাঁদপুর পৌরসভার জিটি রোডস্থ জাকির আখন্দ ওরফে কালা জাকিরের জামিন আবেদন নাকচ করে দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর চাঁদপুর এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে উল্লেখ করে আইনজীবীরা জানান, জাকির আখন্দ নিজ বাড়ির চাচা মোঃ দেলোয়ার আখন্দের কাছ থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং জাকির আখন্দ তার আরেক ভাইসহ চাচা দেলোয়ারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় জিআর মামলা নং- ২৬৫/২২।
চাঁদা দিতে না চাইলে কালা জাকিরের নেতৃত্বে গত ৯ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় দুই ভাই ও ভাতিজাসহ সন্ত্রাসী কায়দায় চাচা দেলোয়ারের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা দেলোয়ার আখন্দের উপর অতর্কিত হামলা চালিয়ে তার পকেট থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ১৮ এপ্রিল ৩ জনকে আসামি করে মামলা করেন তিনি। অন্যান্য আসামীর অস্থায়ীভাবে জামিন মঞ্জুর হয়। জাকির আখন্দ ওরফে কালা জাকির আদালতে হাজিরা দিলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
এদিকে কালা জাকির জেলে যাওয়ায় তার সাঙ্গপাঙ্গরা বাদী মোঃ দেলোয়ার আকন্দসহ সাক্ষীদেরকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, তার নিজ কোন কর্ম নেই। সে চাঁদাবাজি করে চলে। স্থানীয় ও ভাড়াটেদের প্রতি বিভিন্নভাবে চাঁদা দাবি করে। তার আটকের খবর শুনে এলাকাবাসী স্বস্তি পেয়েছে বলে খবর জানা গেছে।