প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০
রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২১-২০২২ অর্থ বছরে এবং খরিপ-২/ ২০২২-২০২৩ মৌসুমে মতলব উত্তর উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১ জুলাই শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব অ্যাডঃ নূরুল রুহুল এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছাত্রলীগ নেতা অ্যাডঃ মহসিন মিয়া মানিক, সাংবাদিক জাকির হোসেন বাদশা, কৃষক আতাউর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রতিজন কৃষক রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে পাবেন।
অ্যাডঃ নূরুল রুহুল এমপি বলেন, সরকার কৃষকদের জন্য প্রণোদনা হিসেবে সার, বীজ দিচ্ছে। অথচ বিএনপির সময় সারের জন্য কৃষকরা গুলি খেয়ে মারা গেছে। বর্তমান সরকারের আমলে খাদ্যের অভাব নেই। নেই সারের জন্য হাহাকার।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি খাতকে আধুনিকায়ন করার জন্যে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিচ্ছে। মেঘনা-ধনাগোদা বেড়িবাধ রক্ষার্থে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে সবাই দোয়া করবেন। কারণ যতদিন তিনি বেঁচে থাকবেন, যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন দেশ নিরাপদ থাকবে।