বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০

কবুতরকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
কামরুজ্জামান টুটুল ॥

কবুতরকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন তাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ। তিনি হাজীগঞ্জের কৈয়ারপুল তালুকদার বাড়ির মৃত আব্দুর গফুরের ছেলে। ৩ মেয়ে ও ১ ছেলের জনক তিনি।

বাড়ির লোকজন জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তাজুল ইসলাম। ক্লান্ত শরীরে রোববার সকালে নিজ বাড়ির দোতলার ছাদে উঠেন নিজের পালিত কবুতরকে খাবার দিতে। এরই মধ্যে পা ফসকে দোতলার ছাদ থেকে নিচে পাকার উপর পড়ে মারাত্মক আহত হন। সাথে সাথে বাড়ির লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালুকদার বাড়ির শাহআলম তালুকদার জানান, তাজুল ইসলাম রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। বেশ ক’বছর পূর্বে তিনি হজ করে এসে স্ত্রীসহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। নিজে শখ করে নিজ বাড়ির ছাদে কবুতর পালেন। ঘটনার দিন সকালে কবুতরকে খাবার দেয়ার জন্যে বাড়ির ছাদে উঠেন। কবুতরকে খাবার দেয়ার সময় পা ফসকে দুই পাকা ভবনের মাঝখানে পড়ে মারাত্মক আহত হন। এরপর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়