শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০

কবুতরকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
কামরুজ্জামান টুটুল ॥

কবুতরকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন তাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ। তিনি হাজীগঞ্জের কৈয়ারপুল তালুকদার বাড়ির মৃত আব্দুর গফুরের ছেলে। ৩ মেয়ে ও ১ ছেলের জনক তিনি।

বাড়ির লোকজন জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তাজুল ইসলাম। ক্লান্ত শরীরে রোববার সকালে নিজ বাড়ির দোতলার ছাদে উঠেন নিজের পালিত কবুতরকে খাবার দিতে। এরই মধ্যে পা ফসকে দোতলার ছাদ থেকে নিচে পাকার উপর পড়ে মারাত্মক আহত হন। সাথে সাথে বাড়ির লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালুকদার বাড়ির শাহআলম তালুকদার জানান, তাজুল ইসলাম রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। বেশ ক’বছর পূর্বে তিনি হজ করে এসে স্ত্রীসহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। নিজে শখ করে নিজ বাড়ির ছাদে কবুতর পালেন। ঘটনার দিন সকালে কবুতরকে খাবার দেয়ার জন্যে বাড়ির ছাদে উঠেন। কবুতরকে খাবার দেয়ার সময় পা ফসকে দুই পাকা ভবনের মাঝখানে পড়ে মারাত্মক আহত হন। এরপর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়