শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০

মতলবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ঝুলন্ত লাশ উদ্ধার
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব শহরের ঘোষপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে আঃ রহমান (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৭ জুলাই শনিবার সকালে মতলব শহরের সাকিব ডায়াগনস্টিক সেন্টারের পেছনে ফররুখ আহমেদ চৌধুরী মিনারের বাসার নিচতলা থেকে এ যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়।

জানা যায়, এই যুবক একমি ল্যাবরেটরিজ লিঃ-এর মতলব উপজেলায় এসপিআর পদে দীর্ঘ ১২/১৩ বছর যাবৎ কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তার এক সহকর্মী তাকে ডাকতে গেলে ভেতর থেকে সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে যুবকের লাশ সিলিং ফ্যানে ঝুলে থাকতে দেখেন। এ সময় তার কক্ষের দরজা বন্ধ ও টিভি চলাবস্থায় ছিল। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে খবর দেয়া হয়।

ভবন মালিক ফররুখ আহমেদ চৌধুরী মিনার জানান, দীর্ঘ কয়েক মাস যাবৎ আব্দুর রহমান আমার এ বাসায় ভাড়া থাকতো। তার বন্ধুরাও প্রায় এ বাসায় আসা-যাওয়া করতো। তবে কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানি না।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, এএসপি (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ও ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে। যেখানে তার মৃত্যুর জন্য কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেমকে দায়ী করা হয়েছে।

এদিকে মতলব দক্ষিণ থানা পুলিশ আব্দুর রহমানের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদে কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেমকে হেফাজতে নিয়েছে।

ওসি মোঃ মহিউদ্দিন মিয়া জানান, এরিয়া ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত ওই যুবকের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়