প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০
করোনাভাইরাস পরিস্থিতির অবনতিতে দেশের প্রতিটি জেলার ন্যায় কেন্দ্রিয় সিদ্ধান্তে চাঁদপুরেও নিজস্ব উদ্যোগে ‘হেলথ সেন্টার’ চালু করেছে চাঁদপুর জেলা বিএনপি। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি সভাও করা হয়। বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু। সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু বলেন, বৃহস্পতিবার আমরা কেন্দ্রের চিঠি পেয়েছি। ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাথে সমন্বয় করে আমরা কমিটিও গঠন করেছি। কেন্দ্রের নির্দেশনার আলোকে আমরা চাঁদপুরে করোনায় আক্রান্তদের সাপোর্ট দেবো। চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় হবে আমাদের করোনা হেলথ সেন্টার। এখানে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, মাস্ক ও অক্সিজেনের ব্যবস্থা থাকবে।
বিশেষ করে করোনায় আক্রান্তদের সহায়তায় এই সেন্টার থেকে কাজ করা হবে। এছাড়া সচেতনতামূলক কার্যক্রম থাকবে।
এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, গত বছর দুই কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেলথ সেন্টার করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রী থাকবে।