শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০

মাসুদুর রহমান শিপু তালুকদারের ইন্তেকাল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের পরিচিত মুখ, শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুন্সেফ পাড়ার বাসিন্দা মাসুদুর রহমান শিপু তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.............রাজেউন)।

গতকাল ১৭ জুলাই শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা ফেমাস স্পেশালিস্ট হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাসুদুর রহমান শিপু তালুকদারের প্রথম নামাজে জানাজা বাদ আসর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী তালুকদার বাড়ি প্রাঙ্গণে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গত ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাসুদুর রহমান শিপু তালুকদারের পিতা আতিক তালুকদার ছিলেন চাঁদপুর শহরের ৩নং কয়লা ঘাট এলাকার ব্যবসায়ী। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়