প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০
জেলায় করোনা সংক্রমণ ৭ হাজার ছাড়ালো ॥ মৃত্যু ১৪৩
চাঁদপুর জেলায় করোনা শনাক্ত রোগী ৭ হাজার ছাড়িয়েছে। গতকাল শনিবার ১৩৪ জনের শনাক্তের মধ্য দিয়ে এই সংখ্যা পনর মাসে ৭ হাজার ১২ জনে গিয়ে পৌঁছলো। এদিকে গতকাল একদিনে চাঁদপুরে ৩৩৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এটি এ পর্যন্ত একদিনে জেলায় সর্বোচ্চ নমুনা পরীক্ষা। ৩৩৬ জনের মধ্যে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৯.৮৮ শতাংশ।
|আরো খবর
এদিকে গতকাল করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। দুইজন মারা যান শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে। আরেকজন মারা যান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এই তিন মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৩ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় লিটন মুন্সি (৩০) ও আঃ কাদের (৪৭) নামে দুইজন করোনা রোগী মারা যান। লিটন মুন্সির বাড়ি শাহরাস্তির উত্তর টামটা গ্রামে। আর আঃ কাদেরের বাড়ি উপলতা গ্রামে। এছাড়া জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে বাদশা মিয়া (৮০) নামে একজন মারা যান। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামে। তিনি গতকাল সকাল সাড়ে ৮টার সময় মারা যান।
এদিকে গতকাল নতুন যে ১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তার উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৩৫জন, শাহরাস্তিতে ৩২, ফরিদগঞ্জে ২২, হাজীগঞ্জে ১২, মতলব দক্ষিণে ১৯, কচুয়ায় ৯, শাহরাস্তিতে ৩ ও হাইমচর উপজেলায় ২ জন।
জেলায় এ পর্যন্ত ৭ হাজার ১২ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪শ’ ৩৩ জন। এছাড়া মারা গেছেন ১৪৩ জন, চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪শ’ ৩৬ জন। মারা যাওয়া ১৪৩ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে- চাঁদপুর সদর ৫২, ফরিদগঞ্জ ২৫, হাজীগঞ্জ ২১, শাহরাস্তিতে ১৫, কচুয়ায় ৭, মতলব উত্তর ১২, মতলব দক্ষিণ ৮ ও হাইমচরে ৩ জন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিট তথা করোনা চিকিৎসা কার্যক্রম শুরু হতে চলেছে। গত বৃহস্পতিবার শাহরাস্তি দিয়ে শুরু হয়। শুক্রবার পর্যন্ত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ১২ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে গতকাল শনিবার মারা গেলেন ২ জন।