বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ০০:০০

পানিতে ডুবে ২ সহোদর শিশুর করুণ মৃত্যু
আলমগীর কবির ॥

হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে সাইমুন (৭) ও তামিম (৫) নামের ২ সহোদর শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। গত বুধবার সকাল ১০ টায় মুকুন্দসার গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। তারা উভয়েই সাঁতার জানতো না। শিশু দুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। সাইমুন ও তামিম উভয়েই সহোদর ভাই। তাদের পিতা মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী। সাইমুন ও তামিম ছাড়া মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারীর আর কোনো সন্তান নেই।

প্রতিদিনের ন্যায় বাড়ির পুকুরের পাশে তারা খেলাধুলা করছিল। গতকাল বুধবার মায়ের অগোচরে খেলা করতে যায়। অনেক সময় হয়ে যাওয়ায় তাদের মা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাদের সন্ধান না পাওয়ায় পাশের পুকুরের পানিতে তল্লাশি করেন এবং আশেপাশের লোকজনসহ পুকুরে নেমে তল্লাশি করে পানির নিচ থেকে তাদের উভয়কে উত্তোলন করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কিন্তু কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আঃ হাদী মিয়া খবর পেয়ে তাৎক্ষণিক হাজীগঞ্জ থানাকে অবহিত করেন। পুলিশ এসে উভয়ের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ঐ দিন মাগরিবের নামাজের পর মুকুন্দসার পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে উভয়কে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়