শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০

দুই যুগের বন্দী জীবন কাটছে প্রতিবন্ধী শিল্পী আক্তারের

দুই যুগের বন্দী জীবন কাটছে প্রতিবন্ধী শিল্পী আক্তারের
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামে কখনো হাতে, কখনো বা পায়ে বেঁধে রাখা হয় প্রতিবন্ধী শিল্পী আক্তার (৩২)কে। দিনে বাড়িতে গাছের সাথে আর রাতে ঘরে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয় তাকে। দুই যুগের বেশি সময় ধরে এভাবেই সময় কাটছে তার। মানসিক ভারসাম্যহীন মেয়েটির টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা।

জানা যায়, শিল্পীর বাবা-মা কেউ বেঁচে নেই। আছে সৎ-মা আর ৪ ভাই, ২ বোন। ভাইদের মধ্য কেউ মামার বাড়িতে আর কেউবা শ্বশুর বাড়িতে থাকে। কেউ রিকশা চালায় আর কেউ কাঠমিস্ত্রির কাজ করে।

বড় ভাই লিটন জানান, জন্মের পর হঠাৎ প্রতিবন্ধীর মতো হয়ে পড়ে শিল্পী। যখন বাবা ছিলো তখন স্থানীয় পল্লীচিকিৎসক ও কবিরাজ দিয়ে তাকে চিকিৎসা করানো হয়। কিন্তু সুস্থ হয়নি। ক্রমেই মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। সুযোগ পেলেই এদিক-সেদিক চলে যায়। এজন্যে বাধ্য হয়ে আটকে রাখা হয়।

তিনি আরও জানান, অভাবের সংসারে তিনিই একমাত্র উপার্জনের উৎস। ভাইয়েরা বিয়ে করে আলাদা সংসার করেছে। শিল্পীকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছি। সহযোগিতার মধ্যে একটি ভাতা কার্ড করে দেয়া হয়েছে। সেই টাকা দিয়ে তার ভরণপোষণ হয় না।

স্থানীয় ক’জন বাসিন্দা জানান, অতি দরিদ্র পরিবারটির পক্ষে শিল্পী আক্তারের চিকিৎসা করানো সম্ভব নয়। তবে উন্নত চিকিৎসা পেলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তাই যদি কোনো সহৃদয়বান ব্যক্তি অথবা প্রতিষ্ঠান তার চিকিৎসার দায়িত্ব নেয় তাহলে পরিবারটির খুবই উপকার হতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়