প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে ৭ মাস পূর্বে প্রেম করে বিয়ে করার পর অবশেষে গৃহবধূ মিম আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে গতকাল ১১ মার্চ।
গতকাল শুক্রবার ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দ্বিতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় এ গৃহবধূর মৃত্যু হয়। মৃত্যুর খবর জানতে পেরে তার স্বামী মোরশেদ ও তার বন্ধু তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে লাশ উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে লাশটি নেয়ার সময় স্থানীয় অ্যাাম্বুলেন্স চালকরা বাধা দিলে বাক্বিত-া সৃষ্টি হয়।
অবশেষে অ্যাম্বুলেন্স থেকে লাশটি নামিয়ে জরুরি বিভাগে এনে ইসিজি করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় ডাক্তার। নিহত মিম আক্তার ফরিদগঞ্জের রূপসার বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে। গৃহবধূর মৃত্যুর খবর শুনে তার মা লাকি বেগম ও তার বোন কান্নায় ভেঙে পড়েন।
সাত মাস পূর্বে রামগঞ্জ কাঞ্চনপুরের মোস্তফা মিয়ার ছেলে মোরশেদের সাথে প্রেম করে মিম আক্তারের বিয়ে হয়। শ^শুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসলে স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়।
হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পূর্বে এ হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়।
হাসপাতালে ডাক্তার সাগর জানান, বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার করা হলেও তারা গড়িমসি করতে থাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিষপানের কারণে তার মৃত্যু হয়।
গৃহবধূর স্বামী মোর্শেদ জানান, প্রেম করে বিয়ে করার পর শ^শুরবাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তবে কী কারণে বিষ খেয়েছে তা জানা যায়নি।