বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন
প্রেস বিজ্ঞপ্তি ॥

৭ মার্চ সোমবার সকাল ১০টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ কলেজ শিক্ষক মিলনায়তনে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারকৃত মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ও অনুষ্ঠানমালা দেখেন। দিবসটি উদ্যাপন উপলক্ষে বেলা ১১টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে ইতিহাস বিভাগ কর্তৃক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সোহেল রানা। সেমিনারের মূল প্রবন্ধে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করা হয়।

ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হকের সভাপ্রধানে এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক আল-আমিনের উপস্থাপনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, ৭ মার্চের ভাষণে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এ বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের দিকনির্দেশনা রয়েছে। এ ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি উজ্জীবিত হয়ে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের দরবারে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণে বলেছিলেন, ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না’। বর্তমানে বাংলাদেশের উন্নয়নে তাঁর এ ঐতিহাসিক বক্তব্যের প্রতিফলন ঘটেছে। তিনি শিক্ষার্থীদেরকে ৭ মার্চের ভাষণ থেকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সেমিনারে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়