বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মার্চ ২০২২, ০০:০০

নারী-পুরুষের বৈষম্য দূর করতে আমাদের পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে ‘নারীর ক্ষমতায়নে আজকের নারীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

প্রধান অতিথি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতার। তিনি আরও বলেন, আমি মনে করি ৩৬৫ দিনই নারী দিবস। আজকের দিনটি শুধুমাত্র একটি বিশেষ তাৎপর্য বহন করে। সংবিধানের ২৮(২) ও ২৮(৪) অনুচ্ছেদে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। নারীদের প্রতি কোনো সহিংসতা হলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের অনাচার ও কুসংস্কার কোনো ধর্মীয় শিক্ষা থেকে আসেনি। আমরা আমাদের অন্ধ বিশ^াস ও আচার-আচরণের মধ্য দিয়ে বৈষম্য তৈরি করেছি এবং নারীরা পুরুষের বৈষম্যের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, নারী নির্যাতনের মূল সমস্যা হলো যৌতুক। নারী-পুরুষের বৈষম্য দূর করতে আমাদের পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নারী নির্যাতন পুরুষ একা করতে পারে না। এক্ষেত্রে নারীদেরও ভূমিকা আছে। প্রথমত একজন নারীকে শিক্ষিত হতে হবে। তারপর নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। অর্থনৈতিকভাবে অন্যের ওপর নির্ভরশীল না থাকলে নারীর প্রতি সহিংসতা কমে যাবে।

তিনি আরও বলেন, আজ খুবই তথ্যবহুল ও সুন্দর একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। প্রবন্ধে বিভিন্ন মাধ্যমে নারীকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, নারীকে নেগেটিভভাবে উপস্থাপন করলে সমাজও নেগেটিভভাবে নেবে। আর পজিটিভভাবে উপস্থাপন করলে সমাজও পজিটিভভাবে নিবে। তিনি আরও বলেন, আমাদের সময় হয়েছে নিজেদের যোগ্যতা দিয়ে নিজেকে তৈরি করতে। নারীকে মূল ¯্রােতধারায় নিয়ে আসতে হবে। কেই কাউকে জায়গা করে দেয় না। নিজের যোগ্যতা ও কাজ দিয়ে নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। তিনি এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা। তিনি বলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই নারীরা শুধু পুরুষদের দ্বারাই নির্যাতিত হয় না, নারীরা নারীদের দ্বারাও নির্যাতিত হয়। একজন নারী কখনোই পুরুষ ব্যতীত স্বয়ংসম্পন্ন হতে পারে না। সত্যিই সনাকের আজকের অনুষ্ঠানটি আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। নারীদের প্রতি পুরুষদের দ্বার উন্মোচিত হয়েছে এবং যে আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে তা সত্যিই একজন নারীকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, প্রতিটি ধর্মেই নারীর প্রতি একটা বিশেষ জায়গা রাখা হয়েছে। আগে নারীরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। নারীদের উন্নয়নে অনেক ক্ষেত্রে নারীরাই বাধা হয়ে দাঁড়ায়। বিভিন্ন ক্ষেত্রেই নারীরা সামাজিকভাবে অবদান রেখে যাচ্ছে। তিনি এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা পলিন বলেন, নারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আমি ছোটবেলা থেকেই একটু নারীবাদী। নারীরা আজ পুরুষদের সাথে সমানতালে এগিয়ে চলেছে। চাঁদপুরে অনেক মেধাবী নারী আছে। বিগত দিনের তুলনায় নারীরা আজ অনেক বেশি ক্ষমতাবান। তিনি বলেন, সকল ক্ষেত্রে নারীরা আজ অনেক এগিয়ে। তিনি আরও বলেন, পুরুষের সহযোগিতা ছাড়া নারীরা কখনো এগিয়ে যেতে পারবে না। তবে এখনো নারীরা বিভিন্ন ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার বলেন, সনাক-টিআইবির আজকের অনুষ্ঠান থেকে অনেক লাভবান হয়েছি। অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। সমাজের জন্য নারীদের করণীয় কী এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের দায়িত্ব সমাজের জন্য কিছু করা। প্রান্তিক পর্যায়ের নারীদেরও নারীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন বলেন, নারীরা বাইরে যাচ্ছে ঠিকই, কিন্তু ঘরে এসে তার নির্যাতনের কথা কাউকে বলতে পারছে না। আমার মা একজন নারী। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত। নারীদের সম্মান পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ পাক দিয়েছেন। দেশের উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারীরা দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, নারীদের স্বাধীনতা নেই। তারা নীরবে-নিভৃতে অনেক কিছু সহ্য করে যায়। তাই আমাদের উচিত, নারী-পুরুষ বৈষম্য না করে সমানতালে এগিয়ে যাওয়া। তিনি সনাক-টিআইবিকে এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

সনাকের সহ-সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়–য়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনাকের সহ-সভাপতি সবিতা বিশ^াস। প্রবন্ধের ওপর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন সনাকের সহ-সভাপতি সবিতা বিশ^াস। আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম, পদক্ষেপ বাংলাদেশ চাঁদপুর শাখার সভাপতি মুক্তা পীযূষ, ওয়াইডাব্লিউসিএ সাধারণ সম্পাদিকা পাপড়ী বর্মন, ওয়াইডাব্লিউসিএ স্কুলের সহকারী প্রধান শিক্ষক কবিতা সাহা, সনাক সদস্য কৃষ্ণা সাহা, ইসমত আরা সাফি বন্যা প্রমুখ।

সভাপতির বক্তব্যে সনাক চাঁদপুরের সভাপতি শাহানারা বেগম বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে হলে পরিবার থেকে শুরু করতে হবে। আজও বিভিন্নভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। পারিবারিকভাবে নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নারীরা নিজেদেরকে যোগ্যস্থানে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, নারী অধিকার আন্দোলন ও দুর্নীতি বিরোধী আন্দোলন একই সূত্রে গাঁথা। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমরা এগিয়ে যাবো। টেকসই উন্নয়নের জন্য নারীর প্রতি সহিংসতা রোধ করে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন জরুরি।

সচেতন নাগরিক কমিটি (সনাক)-চাঁদপুরের ইয়েস গ্রুপের আয়োজনে চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০জনকে সনাক চাঁদপুরের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। সেমিনারে আরও অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সদস্যবৃন্দ, ওয়াইডাব্লিউসিএ-এর শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষিকা-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সনাক-চাঁদপুরের সদস্যবৃন্দ, স্বজন গ্রুপের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়